রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০৬:২০ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার

 

 

         বুধবার বিজেপির বীরভূমের রাজনগর মন্ডলের উদ্যোগে রাজনগর থানার ওসি ও বিডিওকে ডেপুটেশন দিলেন বিজেপি কর্মীরা। এদিন বীরভূমের রাজনগর মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা রাজনগরের বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাজনগর থানায় গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, বাঙলা-ঝাড়খণ্ড রাস্তায় গাড়ি থেকে অবৈধ তোলা আদায়,  এসব বন্ধের দাবীতে রাজনগর থানার ওসিকে স্মারকলিপি দেন। এরপর রাজনগরের বিডিওকে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রভৃতি ক্ষেত্রে দূর্নীতি সহ বেশ কয়েকদফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা পল্টুপদ ধীবর,  শ্যামল গোস্বামী, প্রণব দে, দিলীপ লালা, বংশীধর মালি, বিপুল নন্দী, সামিউল আক্তার মিলন সহ অন্যান্যরা।