শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা 

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহাসচিবের সভাপতিত্বে  এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

 সিদ্ধান্তগুলোর মধ্যে-
৭ নভেম্বর সকাল ৬ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

দিনটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে।

দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর দুপুর ২টায় রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।