দক্ষিণ দিনাজপুর জেলায় ধর্নায় ডাক্তাররা
পল মৈত্র
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
দক্ষিন দিনাজপুরঃ
এনআরএস কান্ডের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল ও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তাররা ধর্নায় বসলেন। এ দিন অর্থাৎ সোমবার সকাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের আউটডোর ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ঘর গুলি বন্ধ ছিল, পাশাপাশি রোগীদের কথা মাথায় রেখে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে। পাশাপাশি এনআরএস কাণ্ডের জেরে ডাক্তাররা যেমন প্রতিবাদে সামিল হয়েছেন পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন রোগী থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা, হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত মুখ থুবরে পড়েছে। এদিন হাসপাতালের রোগীদের তেমন ভীড় লক্ষ্য করা যায়নি। তবে আপাতত প্রতীকী প্রতিবাদ ও ধরনায় বসে থাকা ডাক্তাররা কবে তাদের কাজে ফিরে আসবেন তারই অপেক্ষায় অপেক্ষারত রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। তবে এই বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।