সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

ইটাহার দিগনা সেতুতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৫৯ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ইটাহারঃ
চলতি বয়সে উড়তি হাওয়ায় দ্রুত গতিতে চলছিল মোটর বাইক। তারই মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হলেন তিন যুবক। শুক্রবার সন্ধ্যায়  আশাপুর-ইটাহার রাজ্য সড়কের দিগনা সেতুতে ঘটে এই বাইক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বাইকে দুজন করে মোট চারজন আরোহী ছিল। একজন বাইক চালকের বাড়ি ইটাহারের কাপাশিয়া গ্রামে। অপর বাইক চালক চাঁচলের আশাপুরের। জানা যায় তিনজনকে স্থানীয়রা প্রথমে ইটাহার হাসপাতালে নিয়ে যায়। তবে কাপাশিয়ার বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে রেফার করে কর্তব্যরত ডাক্তারবাবু। ইটাহার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।