শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালেদাকে মুক্তি দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রথম কদম: জাফরুল্লাহ

জাগরণ রিপোর্ট   

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন।  সুষ্ঠু নির্বাচন করা সহজ।  কারণ খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে তা ফৌজদারি মামলা।  তাকে জামিনে মুক্তি দেয়া সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার প্রথম কদম।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন।  সুষ্ঠু নির্বাচন করা সহজ, কারণ আমি বলেছি খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলা আছে তা ফৌজদারি মামলা।  বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  রাজনীতির কারণে প্রতিপক্ষকে ঘায়েল করাই উদ্দেশ্য।

সাংবিধানিক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, যে দুটো সাংবিধানিক সমস্যার কথা বলা হচ্ছে - আমি বলেছি এটার জন্য হয়তো একটা মিটিংয়ে হবে না।  শাহদীন মালিক, আসিফ নজরুলের মতো যারা আইনজ্ঞ, তাদেরসহ সরকার থেকে দুজন আইনজ্ঞকে নিয়ে ৪৮ ঘণ্টা সময় দিলে এসবের সুরাহা হতে পারে।