শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাক্তার হয়ে চিকিৎসা করেছি সাংসদ হয়ে মানুষের কাজ করব, জয়ন্ত

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

মালবাজার

আদপেই মাল এলাকার ভূমিপুত্র জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। লাটাগুড়ির ক্রান্তি মোর এলাকায় পৈতৃক ভিটা। ছোট থেকে মেধাবী জয়ন্ত বাবু চিকিৎসক হিসাবে মাল এলাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন। সেই সময় থেকে সদালাপী চিকিৎসক হিসাবে সুনাম পেয়েছেন। বর্তমানে সাংসদ হয়েছেন। মানুষের জন্য কাজ করতে চান। সোমবার অকপটে এমন কথাই বললেন সদ্য সাংসদ জয়ন্ত রায়। সোমবার তিনি মালবাজার শহরে আসেন। শহরের বিজেপি কার্যালয়টি গত পঞ্চায়েত নির্বাচনের সময় ধুলিসাৎ হওয়ার কারনে এই মুহুর্তে শহরে বিজেপির কোন কার্যালয় নেই। তাই সরাসরি ওঠেন দলের টাউন মন্ডল সভাপতি পঙ্কজ তেওয়ারির বাড়িতে। সেখানে দলীয় কর্মীদের সাথে দেখা করেন। মত বিনিময় করেন। সেখানে বসে জানালেন, জেতার পর শপথ নিতে দিল্লি যেতে হয়েছিল। ফিরে কর্মীদের সাথে দেখা করতে এসেছি। মানুষের সাথে মিলিত হব। 

চিকিৎসক হিসাবে এই এলাকায় কাজ করে মানুষের সেবা করেছেন। সাংসদ হিসাবে কি বার্তা দিতে চান?  এমন প্রশ্ন শুনে জানান, চিকিৎসক হিসাবে এই এলাকার মাথা চুলকা, রাজাডাংগা গ্রামাঞ্চলে ছিলাম। চেষ্টা অনুযায়ী মানুষের সেবা করেছি। সাংসদ হয়ে যথাসম্ভব মানুষের জন্য কাজ করব। 

এরপর তিনি মালবাজার শহর ছেরে ডামডিম, ওদলাবাড়ি, ক্রান্তি এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও দলীয় কর্মী ও সমর্থক সাথে দেখা করেন।