শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে রাজ্যজুড়ে রক্তদান শিবির

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ৯ জুন ২০১৯ রোববার


রাজ্যের হাসপাতালগুলোতে রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হয়ে শ্রী সত্যসাই সেবা সংস্থা রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করলো। রক্তদান মহৎদান এই উদ্দেশেই ব্রতী হয়ে সারা রাজ্যে প্রায় হাজার তিনেক শ্রী সত্যসাই সেবা সংস্থার সদস্য সহ স্থানীয়রা এদিন রক্তদান করেন। বীরভূম, বর্ধমান, কালিম্পং, শিলিগুড়ি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের ২১টি জেলায় প্রায় ৫০টি রক্তদান শিবির আয়োজিত হল। এদিন বীরভূমের রাজনগর ও রামপুরহাটে ২টি রক্তদান শিবির হয়। বীরভূমের রাজনগরের শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে, প্রায় ৫০  জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানান আহ্বায়ক বিমল গঁরাই। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলা প্রতিনিধি সবুজ বিশ্বাস, সমাজসেবী প্রানতোষ ওঝা, সজল গঁরাই,প্রদীপ দে সহ অন্যান্যরা। সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ দীনবন্ধু বিশ্বাসের তত্বাবধানে রাজনগরে আয়োজিত এই শিবিরে রক্তগ্রহণ করা হয়।