হেলিপ্যাডের জমি নিয়ে মন্ত্রীকে কালো পতাকা দেখালো বিজেপি
পুষ্প প্রভাত সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫৮ এএম, ৯ জুন ২০১৯ রোববার
মালবাজার
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো পর্যটন কেন্দ্র। সেই কেন্দ্রের হেলিপ্যাডের জমিকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের সাথে সরকারের চাপানউতর শুরু হয়েছে। কয়েকদিন আগে ওখানকার সরকারি সাইনবোর্ড তুলে ফেলতে গেলে কৃষকদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও বাদানুবাদ হয়। বৃহস্পতিবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ভোরের আলো পর্যটন কেন্দ্রে এক সরকারি বৈঠকে আসার জন্য রাজ্য সরক ধরে গজালডোবার দিকে আসছিলেন তখন কয়েকশ বিজেপির কৃষক মোর্চার সদস্য সদস্যারা তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং কালো পতাকা দেখায়। গো ব্যাক বলে ধ্বনি দেয়। মন্ত্রী গৌতম দেব গাড়ি থেকে নেমে বিক্ষোভ কারীদের সাথে কথা বলতে চাইলেও কথা বলা সম্ভব হয়নি। পরে অবশ্য মন্ত্রী যথারীতি সরকারি বৈঠকে যোগ দেন। বৈঠক করে পুকুরে মাছের পোনা ছাড়েন ও আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে ভোরের আলো প্রাঙ্গণে গাছ লাগান।
পরে মন্ত্রী বলেন, ওরা যদি শান্ত ভাবে যেকোনো ইস্যু নিয়ে আলোচনায় বসতে চান তো যেকোনো সময় আলোচনায় বসা যেতে পারে।