শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংলাপে বসতে চায় আরও ৩২ দল : ওবায়দুল কাদের

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট পর এবার আরও ৩২টি দল সংলাপে বসতে চায়। তিনি আরো বলেন ৭ নভেম্বরের পর আর কোনো সংলাপ হবেনা।  জেলহত্যা দিবস উপলক্ষ্যে আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

সংলাপ ফলপ্রসু হ‌য়ে‌ছে কিনা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, আমা‌দের কথাগু‌লো তারা গ্রহণ ক‌রেছে ব‌লে প্রতীয়মান হ‌য়ে‌ছে।’ আওয়ামী লীগ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সবার দাবি মেনে সংলাপ করা হচ্ছে।  নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপ হচ্ছে না।  সংলাপের পাশাপাশি কেউ নাশকতার পরিকল্পনা করলে তা প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোটেক সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।