মালে বিজেপির গোষ্ঠী কোন্দল থামাতে কর্মদের চিঠি জেলা সভাপতি
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
মালে বিজেপির গোষ্ঠী কোন্দল থামাতে কর্মদের চিঠি জেলা সভাপতিকে
মালবাজার শহরে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল থামাতে অবশেষে বেশ কয়েকজন কর্মী চিঠি দিল দলের সভাপতির কাছে।
উল্লেখ্য ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত গোষ্ঠী কোন্দলের কোন বহিঃপ্রকাশ ছিল না। সবাই একসাথে কাজ করেছে। ফল প্রকাশের পর মাল টাউন মন্ডল সভাপতি পঙ্কজ তেওয়ারি ও প্রাক্তন পৌর সদস্য মানিক বৈদ্যের বিবাদ প্রকাশ্যে আসে। দুই গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে বক্তব্য রাখেন। গত রবিবার পঙ্কজ তেওয়ারি সাংবাদিক সন্মেলন করে জানান মানিক বৈদ্যকে বহিষ্কার করা হয়েছে। ও দলের কেউ নয়।
আবার মানিক বৈদ্য বলেন, আমি দীর্ঘদিন ধরে বিজেপি করছি। নানান প্রতিরোধ সত্বেও ভোটে লড়াই করেছি। ও তো কিছুদিন আগেও জেডিইউ দল করত। জেলা কমিটি এবিষয়ে আমাকে কিছু জানায় নি। আমি আগেও দলের কর্মী ছিলাম এখনো কর্মী। ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
দুই গোষ্ঠীর কোন্দল থামাতে দলের কর্মী রতন যাদব জেলা সভাপতিকে বুধবার চিঠি দেন।রতন বাবু জানান, আমরা সবাই দলের হয়ে লড়াই করেছি। সবার শ্রমে দল জিতেছে। এখন এরকম কাদা ছোড়াছুড়ি করলে মানুষের কাছে খারাপ বার্তা যাবে। এসব থামাতে আমি জেলা সভাপতিকে চিঠি দিয়েছি।
এনিয়ে জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তীকে ফোন করা হলে তিনি জানান, আমি এখন বাইরে আছি। খোজখবর নিয়ে পরে জানাব।