বীরভূমের মনিরুল কি বিজেপি ছাড়লেন?
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
বিজেপি থেকে শেষ পর্যন্ত সরলেন সদ্য যোগদানকারী বীরভূমের মনিরুল ইসলাম। এরকমই একটা খবর আজ মঙ্গলবার রটে যায়। সপ্তাহ খানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরভূমের এক সময়ের দাপুটে তৃনমূল নেতা মনিরুল ইসলাম। মনিরুল মুকুল রায়ের হাথ ধরে দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গিও মনিরুলকে উত্তরীয় পরিয়ে গ্রহণ করে নিয়েছেন। এরপর থেকেই বীরভূম রাজনৈতিক মহল উত্তাল। মনিরুলের এই যোগদানকে মেনে নিতে পারেনি জেলা বিজেপি নেতৃত্ব। এমনকি তাঁরা দল ছাড়ারও হুমকি দেন। এই নিয়ে জেলা জুড়ে চলে ক্ষোভ-বিক্ষোভ। চাপে পড়ে শেষ পর্যন্ত মনিরুলও পদত্যাগ করতে চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন। হিন্দু ভোট টানার সাথে সাথে এবার সংখ্যালঘু ভোটও টানতে উদ্যোগী হয় বিজেপি নেতৃত্ব। সেই মোতাবেক মনিরুলকে দলেও নিয়েছে বিজেপি। মনিরুলের বিজেপিতে যোগের সপ্তাহ খানেকের ভিতরেই বিয়োগ হয়ে গেল বলে রটে যায়। কিন্তু সব জল্পনার অবসান করে মনিরুল জানান তিনি এখনো বিজেপিরই সদস্য হিসেবে রয়েছেন।