বিজেপির ‘জয় শ্রীরাম’ নিয়ে এ বার ফেসবুকে তোপ মমতার
পুষ্পপ্রভাত প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১০ পিএম, ২ জুন ২০১৯ রোববার
বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এর বিরুদ্ধে লম্বা পোস্ট করেন মমতা। তাঁর কথায়, বিজেপি যে স্লোগান দিচ্ছে, তা রাজনীতিতে ব্যবহৃত হয় না। বরং জোর করে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মীয় স্লোগান ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতিতে।
এ দিন বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি করেন মমতা। তাতে তিনি লেখেন, ‘‘সাধারণ মানুষকে জানাতে চাই যে, ‘ঘৃণার মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু বিজেপি সমর্থক। বিজেপি প্রভাবিত সংবাদমাধ্যম মারফত, ভুয়ো ভিডিয়ো, ভুয়ো খবর তৈরি করে বিভ্রান্তি তৈরি করতে চাইছে তারা। সত্য এবং বাস্তবটাকে চাপা দিতে চাইছে।’
তিনি আরও লেখেন, ‘রামমোহন রায়, বিদ্যাসাগর-সহ আরও অনেক মহান সমাজ সংস্কারককে পেয়েছি আমরা। বাংলা চিরকাল সমন্বয়, উন্নয়ন এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে। কিন্তু বিজেপির পরিকল্পিত কৌশল বাংলায় নেতিবাচক প্রভাব ফেলছে।