পঞ্চায়েত ও গ্রামন্নায়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি,
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২ জুন ২০১৯ রোববার
পঞ্চায়েত ও গ্রামন্নায়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, কর্তব্যরত নার্সদের ডেকে নিয়ে কৈফিয়ৎ চান হাসপাতালে।তারসঙ্গে ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। হাসপাতালে রাতে চিকিৎসার সময়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সেরা কাজ করে না বলে বারবার অভিযোগ উঠছিল।সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকা হাসপাতালে হানা দিল মন্ত্রী।ঘটনাটি ইসলামপুর হাসপাতালের।এদিন রাত ১১টা নাগাদ। বিভিন্ন ওয়ার্ড ঘুরে তারা দুজনে চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখেন।খামতি নজরে আসতেই সেখানকার কর্তব্যরত নার্সদের ডেকে নিয়ে কৈফিয়ৎ চান।উত্তর পছন্দ না হতেই বকাঝকা শুরু করেন মন্ত্রী।তার রূপ দেখে তটস্থ হয়ে পড়েন চিকিৎসক ও নার্সেরা।সেখানে উপস্থিত চিকিৎসক ও হাসপাতাল সুপারকে গাফিলতির কারণ জানতে চেয়ে প্রশ্ন করেন।ইসলামপুর হাসপাতালের পরিষেবা উন্নয়ন করার পরামর্শ দিয়ে ফিরে যান মন্ত্রী গোলাম রব্বানি।পরিষেবা সংক্রান্ত অভিযোগ যাতে না উঠে সেদিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি।
মন্ত্রী গোলাম রব্বানি জানান, আমরা আরও চাই চিকিৎসা চলাকালীন যাতে বাইরের লোক ভেতরে ঢুকে কোন ঝামেলা না করে তাও দেখা হবে ,চিকিৎসা ভালো হচ্ছে।তবে যেন আরও ভালো হয় সেই চেষ্টা করার কথা বলেছি।