সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

চাঁচলের নুরগঞ্জে স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী।

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২ জুন ২০১৯ রোববার | আপডেট: ০৮:০২ পিএম, ২ জুন ২০১৯ রোববার

চাঁচলঃ
পণের দাবিতে গৃহবধূকে প্রানে মারার চেষ্টার অভিযোগ উঠল সামীর বিরুদ্ধে।শনিবার ঘটনাটি ঘটে চাঁচলের নুরগঞ্জ গ্রামে। জানা যায়, কুড়ি বছর পূর্বে মতিউর রহমান প্রতিবেশী মর্জিনা খাতুন কে পারিবারিক প্রস্তাবে বিয়ে করেন। বর্তমানে তিন সন্তানও রয়েছে পরিবারে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে মতিউর তার স্ত্রীকে বাড়িতে অচৈতন্য অবস্থায় বেধড়ক মার মারলে চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। স্থানীয়রা মর্জিনা খাতুনকে গুরতর আহত অবস্থায় চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
তক্ষনাৎ গ্রামবাসি চাঁচল থানায় ফোন করলে ঘটনাস্থলে পৌছায় পুলিশবাহিনী। অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। 
মর্জিনা খাতুনের পিতা মুকতার আলমের অভিযোগ,
কুড়ি বছর পূর্বেই মেয়ের বিয়ে দিয়েছি,তবুও এখনও পণের দাবিতে মেয়ের উপর শারিরীক ও মানসিক ভাবে অত্যাচার করে। শনিবার মেয়ের ঘটনাটি জানতে পেরে তার বাড়িতে গিয়ে এমনটাই দৃশ্য দেখতে পায়।