শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেডিংঃ বিপর্যয় পর্যালোচনা করতে মালবাজারে তৃনমুলের সভা। 

পুষ্পপ্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার


সংবাদদাতা, মালবাজার, ১ জুনঃ

আগামী বছর মাঝামাঝি মালে পৌর নির্বাচন। সেটাকে যদি ফাইনাল ধরা হয় তবে সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচন সেটার সেমিফাইনাল। সেই সেমিফাইনালে রাজ্যের শাসক দল চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। ১৫ টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই এগিয়ে গেছে বিজেপি। ব্যাপকভাবে উন্নয়ন করা সত্বেও কেন এই বিপর্যয়?  এর কারন অনুসন্ধান করতে শুক্রবার সন্ধ্যায় শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সাহার বাড়িতে মাল টাউন তৃনমুলের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, টাউন তৃনমুল কংগ্রেস সভাপতি মানসকান্তি সরকার, শ্রমিক নেতা টুটুল সরকার সহ সব ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মীবৃন্দ। কেন এই বিপর্যয়?  সেনিয়ে নানান বিষয়ে আলোচনা হয়। আগামী পৌর নির্বাচনের আগে ঘুরে দাড়াতে ১৫ টি ওয়ার্ডে ১৫ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়। এই পর্যবেক্ষকরা নিজ নিজ ওয়ার্ডের পরিস্থিতি অনুসন্ধান করে দলকে জানাবে। ঘুরে দাড়াতে প্রস্তুতি নেওয়া হয়। সভা শেষে টাউন তৃনমুল কংগ্রেস সভাপতি মানস কান্তি সরকার বলেন, আজ আমরা সব ঘটনার পর্যালোচনা করেছি। আগামী পৌর নির্বাচনে আমরা ঘুরে দাড়াতে বদ্ধপরিকর। আমরা অবশ্য ঘুরে দাড়াব।