বোন মন্ত্রী হওয়ায় খুশি মালবাজারের দাদারা
পুষ্পপ্রভাত প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
মালবাজার:
এবারই উত্তরবংগের রায়গঞ্জ আসন থেকে সবাইকে পিছনে ফেলে জিতেছেন দেবশ্রী চৌধুরী। মোদির মন্ত্রী সভায় স্থানও পেয়েছেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। দুরদর্শনের পর্দায় মালবাজারে বসে বোনের শপথ গ্রহণ অনুস্টান দেখেছেন দাদারা। মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষক কলোনিতে রয়েছে খা বাড়ি। এই খা বাড়ির অসীম খা, রঞ্জন খা,অঞ্জন খা দের মাসতুতো বোন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। অসীম খা বর্তমানে বাঙ্গালোর থাকেন। রঞ্জন খা মাল ও জলপাইগুড়ি আদালতে ওকালতি করেন। শুক্রবার বাড়িতেই ছিলেন আর এক দাদা অঞ্জন খা। ভাবা পরমানু গবেষনাগারের অবসর প্রাপ্ত কর্মী অঞ্জন বাবু বোনের সাফল্যে উচ্ছাসিত। জানান,মেসোমশাই শ্যামা প্রসাদের আদর্শে অনুপ্রানিত ছিলেন। বোন ছাত্রাবস্থায় থেকে রাজনীতি করেছে। এর সাফল্য পাচ্ছে দেখে আনন্দ হচ্ছে।
বাঙ্গালোর থেকে দাদা অসীম খা বোন যে মন্ত্রী হবেন সেটা
আন্দাজ করেছিলাম বলে জানান।
বোন ব্যাস্ত থাকবে জেনে ফোনে নয়। মোবাইলে শুভেচছা বার্তা পাঠায় দাদারা।
এর আগে মাসির বাড়িতে দেবশ্রী চৌধুরী এসেছেন। ডুয়ার্স তার ভালো লাগে। অঞ্জন বাবুর বাবা প্রয়াত শিবপদ খা ডুয়ার্সের চা বাগানে কম্পউন্ডারি করতেন। আঞ্জন বাবুর আশা বোন ব্যস্ততার মধ্যে যদি ফুরসত পায় তবে হয়তো মালবাজারে আসতে পারেন।