তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
পুষ্পপ্রভাত প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
মালবাজারঃ
মালাবাজার ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঠালগুড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে এদিন বিকেল নাগাদ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তে বিজেপির পতাকা লাগানো হয়, যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পঞ্চানন রায় বলেন, এদিন বিজেপির কিছু সমর্থক জোর করে তাদের দলীয় কার্যালয় দখল করে এবং বিজেপির পতাকা লাগিয়ে দেয়, এই বিষয়ে ক্রান্তি ফাড়িতে লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানান তিনি, অন্যদিকে সম্পূর্ণ ঘটনাই অস্বীকার করে বিজেপি মাল পশ্চিম মন্ডলের সভাপতি বিপ্লব সরকার জানান, বিজেপির তরফে কোনো কার্যালয় দখল হয়নি, তারা কোনো দলীয় কার্যলয় দখলের কাজ করেনা। এটা তৃণমূল কংগ্রেস এর কাজ। তিনি এটাও বলেন, ওই দলীয় কার্যালয় টি সিপিএমের ছিলো।