মালদায় তৃণমূলের অম্লান ভাদুড়ী প্রশাসনিক পদ থেকে ইস্তফা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০০ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
মালদা
মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ী প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন।সূত্রের খবর লোকসভা নির্বাচনে মালদা জেলায় দুটি আসনেই পরাজয়ের জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ী আজ সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন। যদিও এই নিয়ে দল বা প্রশাসনের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও দলীয় কার্যালয় বা বাড়িতে তার দেখা পাওয়া যায়নি, তিনি কোনো রকম ফোনও ধরেননি। তবে ঘনিষ্ঠ মহলে শোনা গেছে ফল প্রকাশের দিন থেকেই তার গলায় ছিল আক্ষেপের সুর। যদিও ফলপ্রকাশের পরের দিন যোগ্য সেনাপতির ন্যায় দলীয় প্রার্থী মৌসম নুরের পাশে থেকেছেন, নতুনভাবে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য দলের কর্মীদের কাছ থেকে অঞ্চলওয়াড়ি রিপোর্ট নিয়েছেন, ব্লক নেতৃত্বদের মনোবল ধরে রেখে পুরোনো মেজাজে ময়দানে থাকার পরামর্শও দিয়েছেন। এসবের পরেও দলীয় ঘনিষ্ঠ মহলে কিন্তু কোনোভাবেই এহেন ফল জন্য নিজে মানতে পারেননি। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সরকার এত কাজ করেছেন, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, জেলার মানুষ বিভিন্ন কাজে যখনই তার দ্বারস্থ হয়েছেন, তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন, তার পরেও ভোটাররা উন্নয়নের বদলে ধর্মান্ধতাকে গুরুত্ব দেওয়ায় তিনি সকলের কাছেই আক্ষেপ প্রকাশ করেন, দলীয় ঘনিষ্ঠ মহলে তিনি বলেন পৌরপারিষদ সহ মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি হিসেবে তিনি প্রচুর কাজ নিঃস্বার্থ ভাবে করেছি, কিন্তু সেই সকল মানুষগুলো প্রতিদানে কথা রাখলেন না, তাই এসব পদে থেকে কী লাভ! দলনেত্রী নতুন উদ্যোগে জেলায় সংগঠন সাজাচ্ছেন, একজন নিষ্ঠাবান কর্মীর ন্যায় মৌসম নুরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে জেলায় প্রতিষ্ঠিত করতে হবে, যুব সংগঠনকে আরও তৎপর হতে হবে, মানুষের মোহভঙ্গ হবেই, তবে তার জন্য সকলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে আরও পরিশ্রম করতে হবে।প্রসঙ্গত মৌসম নুরের নির্বাচনী প্রচারের জন্য ইতিপূর্বেই তিনি চাঁচল মহকুমা আদালতের পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আজ ইংরেজবাজার পৌরসভার পৌরপারিষদ ও মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালন সমিতির সহ-সভাপতি সহ বাকি সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন।