শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার

মালদা

বোমের আঘাতে জখম হলেন দুই লিচু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার রাত নটা নাগাদ মালদা কালিয়াচক থানার আলীপুর দালাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা কালিয়াচক থানার মোড়ুয়াবাদী দালাল মোড় এলাকায় রাত ৯টার সময় প্রতি দিনের মত দুই লিচু ব্যবসায়ী তাদের বন্ধু-বান্ধব মিলে আড্ডা মারছিল আর সেই সময় কেউ বা কারা ইলেকট্রিক ট্রান্সফর্মারের হ্যান্ডেল নামিয়ে চারদিক অন্ধকার করে দেয় আর সেই সুযোগে দুষ্কৃতীরা বোম্ব ব্লাস্ট করে। ঘটনায় দুইজন লিচু ব্যবসায়ী গুরুতর জখম হয়। যখন দুই লিচু ব্যবসায়ীদের নাম ,রিয়াজ উদ্দিন মোমিন(৪০)বাড়ি--আলিপুর ১ন পঞ্চায়েত মোড়ুয়াবাদী মোড়ের সফিকুল শেখ( ৩৫) কালিয়াচক চাঁদপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।