বীরভূমে জয়ের হ্যাট্রিক করলেন শতাব্দী
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:২৪ এএম, ২৪ মে ২০১৯ শুক্রবার
বীরভূমে জয়ের হ্যাট্রিক করলেন শতাব্দী ।-
খান আরশাদ, বীরভূম।
সারা দেশেই গেরুয়া শিবিরের ঝড়ে নাস্তানাবুদ বিরোধীরা। এরাজ্যেও সেই গেরুয়া শিবিরেরই জয়জয়াকার। যেখানে সমস্ত তৃনমূল নেতাকর্মীদেরই এক কথা ছিলো বিয়াল্লিশে বিয়াল্লিশ। কিন্তু পদ্মের ধাক্কা জোড়া ফুলের ওপর বেশ জোরেই আছড়ে পড়লো। কিন্তু এ এর উল্টো ছবিই দেখা দিলো অনুব্রতর গড় বীরভূমে। বীরভূমে লোকসভার দুটি আসনের মধ্যে দুটিই তৃনমূলেরই দখলে থাকলো। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে তৃনমূলের অসিত মাল, বিজেপির রামপ্রসাদ দাস এবং বামপ্রার্থী ডাঃ রামচন্দ্র ডোমের মধ্যে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূলের শতাব্দী রায়, বিজেপির দুধকুমার মন্ডল, কংগ্রেসের ইমাম হোসেন ও বাম প্রার্থী ডাঃ রেজাউল করিমের মধ্যেই মূলত লড়াইটা হল। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী অসিত মাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামপ্রসাদ দাসকে ৯৪,১৯০ ভোটের ব্যাবধানে হারান। এবং বীরভূম লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মন্ডলকে ৮১,৫০২ ভোটে হারিয়ে জয়ী হন। শতাব্দী রায় এবার জয়ের হ্যাট্রিক করলেন। তৃনমূলের এই জয়ের ব্যাপারে জেলা সভাপতি অনুব্রত মন্ডল ওর্ফে কেষ্ট মন্ডল বলেন এই জয়ের ব্যাপারে আমি আগেই বলেছি আমরা দুটো সিটেই জয় পাবো। কিন্তু তাঁকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি বলেছিলেন বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেব এবং কেন্দ্রে এনডিএ জোট ক্ষমতায় আসবে না। এর উত্তরে তিনি বলেন রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়।