শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতভর তালাবন্দি বিশ্বভারতীর উপাচার্য

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০০ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীর পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি উপাচার্য সহ বেশ কয়েকজন অধ্যাপককে তালাবন্দি করে রাখলো। প্রসঙ্গতঃ উল্লেখ্য কয়েকদিন আগেও ফী বৃদ্ধি নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা আন্দোলনে নেমেছিল। ফের গতকাল এই ফী বৃদ্ধি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার সমাধান সূত্র বের করার লক্ষ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পড়ুয়ারা উভয় পক্ষই আলোচনায় বসে। যাতে এ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে একসাথে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা যায়। কিন্তু গতকাল আলোচনায় বসলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। ফলে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ বেশ কয়েকজন অধ্যাপককে রাতভর তালাবন্দি করে রাখে। তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অপরদিকে অধ্যাপকরা রাতভর তালাবন্দি থাকার ফলে তারা কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বুধবার সকালেও সেখানে বিক্ষোভ প্রদর্শন চলে বলে জানা গেছে।