রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য

সানাউল্লাহ আহমেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৪ এএম, ২২ মে ২০১৯ বুধবার

এবার শিক্ষার জগতে অন্যতম সেরা ফলাফল নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কালিয়াচক থানার ব্লক স্তরের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী কালিয়াচক আবাসিক মিশনের রাজ আরিয়ান রানা প্রাপ্ত নম্বর ৬৬৭,তার বিষয় ভিত্তিক নম্বর গুলো বাংলায় ৯০, ইংরেজি ৯০, অংকে ৯৯ ,ভৌতবিজ্ঞান ৯৮ ,জীবন বিজ্ঞান ৯৫ , ইতিহাস ৯৬,ভূগোল ৯৯। সূত্রের খবর প্রতি বছর নজিরবিহীন ফলাফল করে চলেছে কালিয়াচক আবাসিক মিশনের ছাত্র-ছাত্রীরা। এবছরও কালিয়াচক থানার অন্তর্গত প্রায় কয়েক- শো আবাসিক ও দৈনিক স্কুলের ফলাফলে সবোর্চ্চ নম্বরে রেকর্ড গড়ল কালিয়াচক আবাসিক মিশনের ছাত্র-ছাত্রীরা।আবাসিকের সম্পাদক আমিরুল ইসলাম মহাশয় সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেন "আমরা খুব ভালো ছাত্র-ছাত্রী না পেলেও কি করে ভালো করা যায় সেই চেষ্টাই লেগে থাকি"।আবাসিকের অন্যতম কর্ণধার হাবিবুর রহমান বলেন আমাদের ছাত্র-ছাত্রীদের নিরলসভাবে প্রচেষ্টা ও আমাদের গাইড ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যথেষ্ট। এছাড়াও আবাসিকদের বিভিন্ন কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য এই ফলাফলের জন্য। সূত্রের খবর মালদা জেলা শুধু আম ও লিচুর জন্য নয় এবার কালিয়াচকের শিক্ষার বিপ্লব নিয়ে বিশ্ববাংলায় দিশা দেখাবে।তার পরে ফলাফলে এগিয়ে বিকাশ মিশন প্রাপ্ত নম্বর ৬৬৪ সম্ভাব্য ব্লকে দ্ধিতীয় ও টার্গেট পয়েন্ট আর স্কুল প্রাপ্ত নম্বর ৬৬১ সম্ভাব্য ব্লক স্তরে তৃতীয়।শিক্ষার প্রশাসনিক সূত্রের খবর আগামীতে কালিয়াচক হবে শিক্ষার পটভূমি।