সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ হাওয়ার হাত ধরে শিলাবৃষ্টি চাঁচলে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২০ মে ২০১৯ সোমবার

হঠাৎ পরিবর্তন চাঁচলে। ঘটনাটি রাজনৈতিক নয় হাওয়ার পরিবর্তন ।

সবদিকেই পরিবর্তনের হাওয়া বইছে যেখানে পরার ছিল জল, সেখানে পরলো পাথর। ঠিক যেমন অধিকাংশ জনগন আশা করছিলেন দিল্লীর সিংহাসনে বসবেন রাহুল, কিন্তু সংবাদ মাধ্যম সমীক্ষায় আবারও বসছেন নরেন্দ্র মোদী।

ঠিক একই রকম চাঁচলের মানুষ আশা করছিলেন বৃষ্টির, কিন্তু তার সঙ্গে দেখা দিল শিলা বৃষ্টি। তবুও আবার খানিকক্ষন। যাহা তৃষ্ণাতে অপরিপূর্ন। সোমবার মালদহের চাঁচলে দুপুর নাগাদ হঠাৎই কালো মেঘ। বৃষ্টির সাথে নেমে এল ছোটো বড়ো পাথর যাহার ওজন প্রায় 200 থেকে 250 গ্রাম । শিলা বৃষ্টি দেখা দেয় চাঁচল কলিগ্রাম,গালিমপুর ও মালতীপুর ও বিসতীর্ন এলাকায়।

 চলছে ঘরে তোলার জন্য ধানকাটা।

তক্ষনাৎ মাথায় হাত চাঁচল এলাকার গ্রামীন চাষীদের। কারোও ধান কাটা অবস্থায়,কাউরো আবার বাড়ি আনামোখায়। এমনটাই দৃশ্য দেখা গেল চাঁচলের ক্ষেত জমিতে। তবে প্রাথমিক দুর্যোগ কাটিয়ে চলছে দ্রুত প্রস্তুতি ধান বাড়িতে তোলার, জানালেন গালিমপুরের এক ধান চাষী।