শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলামপুর উপনির্বাচনে বিজেপির ফ্লেক্স পোস্টার ছেঁড়ার অভিযোগ

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির ফ্লেক্স ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরের মিলন পল্লী এলাকায়। অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সোমবার সকালে ইসলামপুরের মিলন পল্লী এলাকায় উপনির্বাচনের প্রচারের জন্য লাগানো বিজেপির ফ্লেক্স পোস্টার ছেঁড়া দেখে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ ইসলামপুরে পায়ের তলার মাটি চলে গেছে শাসকদলের। তাই তারা এভাবে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে অশান্তির আবহ তৈরি করছে। এছাড়াও নানা জায়গায় তাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ঘটনার বিবরণ জানিয়ে ইসলামপুর থানায় অভিযোগ করা হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন জানিয়েছেন, প্রচারের আলোয় আসার জন্য বিজেপি কর্মীরা নিজেরাই ওই কাজ করেছে।