রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে ব্যাঙ্ক একাউন্টের লেনদেন নিয়ে বিবাদ, আহত ৬

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

ব্যাঙ্ক একাউন্টের টাকা লেনদেনকে নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ গড়াল চাঁচলে। চাঁচলের শিমুলতলা এলাকায় রবিবার রাতে ওই ঘটনায় আহত হয়েছেন ছয়জন বলে জানা যায়। এদের মধ্যে দুই জনকে মালতীপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বল খবর। স্থানীয় সূত্রে জানা যায় ওই দুই প্রতিবেশীর একজন তৃণমূলের সক্রিয় কর্মী । অন্যজন সক্রিয় কংগ্রেস কর্মী। ফলে ঘটনায় লেগেছে রাজনীতির শোরগোল। সোমবার সকালে দুপক্ষেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলেন কংগ্রেস কর্মী আতাউর রহমান। ওই সময় তাকে ডেকে নিয়ে যান তৃণমূল কর্মী শিস মহম্মদ। শিস ওই এলাকায় ১০০ দিনের কাজের সুপারভাইজার। বিবাদের সময় আতাউরকে মারধর ও ছুরি দিয়েও আঘাত করা হয়। এরপরেই দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। আহত আতাউর ও শিসকে মালতীপুর হাসপাতালে ভর্তি করানো হয়।

আতাউরের স্ত্রী মনোয়ারা বিবি আশাকর্মী। তার অভিযোগ, প্রয়োজন আছে বলে শিস তার ও তার স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়েছিলেন। সপ্তাহখানেক থেকে শিস দাবি করছিলেন যে তাদের দুজনের অ্যাকাউন্টে ১৬ হাজার টাকা জমা করা হয়েছে। সেই টাকা তিনি ফেরত চান। কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি বলে তিনি জানিয়ে দেন। এরপর রবিবার চায়ের দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপরে হামলা চালান শিস।

আতাউরের ছেলে আলমগির হোসেন জানান, বাবা পেশায় রাজমিস্ত্রি। কাজের সরঞ্জামের টাকা দেওয়ার জন্য বাবা ২১ হাজার টাকা নিয়ে বেরিয়েছিলেন। মারধর করে ওরা সেই টাকা কেড়ে নিয়েছে। আমরা কংগ্রেস করি বলেই গায়ের জোরে এসব করছে।

যদিও শিসের পাল্টা দাবি, ও তো কাজ করেনি। ওর অ্যাকাউন্টে টাকা রাখতে যাব কেন। এক আত্মীয়ের অসুস্থতার কথা বলে আতাউর আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাইতেই পরিবার সহ বাইরের লোকজন নিয়ে আমার উপরে হামলা করে। এখন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করছে। আমাদের ফাদে ফেলার চেষ্টা চালাচ্ছে।

তাই আমার প্রশাসনের দারস্থ হয়েছি।