শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রায়গঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

শঙ্কর গুপ্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

সার্কিট থেকে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মিলনপাড়ার ঘটনা । অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন গিয়ে শুরু করে আগুন নেভানোর কাজ । ঘরের ভিতর থেকে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করেন তারা । স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন । মৃতার নাম শান্তি রানী কুন্ডু ( ৮৫) । জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় বাড়িতে এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি । বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন শান্তিরাণী দেবী । তাঁর বিছানার পাশে থাকা প্ল্যাগ পয়েন্টে মশা মারার যন্ত্র লাগানো ছিল । সম্ভবত সেখান থেকেই শর্টসার্কিট হয়ে ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল । দুর্ঘটনার সময় বৃদ্ধার অসুস্থ ছেলে বাথরুমে ছিলেন , আর মেয়ে দোকানে গিয়েছিলেন । বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তৎক্ষণাৎ ছুটে আসে স্থানীয়রা ।খবর দেওয়া হয় দমকলে । সেই মতো দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনে বৃদ্ধাকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।