ভোট গণনা নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৮ এএম, ১১ মে ২০১৯ শনিবার
মালদা
মালদা জেলার দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভা উপনির্বাচনের ২৩ শে মে ভোট গণনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল এই দিনের বৈঠক। এই বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, আগামী ২৩ শে মে মালদা জেলার দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভা উপনির্বাচনের গণনা। দক্ষিণ মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা পলিটেকনিক কলেজে এবং উত্তর মালদা কেন্দ্রের গণনা কেন্দ্র মালদা কলেজে।
সেই গণনার প্রস্তুতি নিয়ে আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয় গণনার যাবতীয় প্রস্তুতি এবং কোন দল কত জন কাউন্টিং এজেন্ট নিয়োগ করতে পারবে, তাদের ফম ফিলাপ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।