বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:১৬ এএম, ১১ মে ২০১৯ শনিবার
মালদা
মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের উদ্যোগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ১০ই মে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের মেডিক্যাল অফিসার ডঃ বিদ্যুৎ কুমার ঘোষ, থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর সায়ন্তনী ঝা, মালদা ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন স্বেচ্ছাসেবক সৌমিত্র দত্ত, আশিস বাগ, স্বপন সেনগুপ্ত সহ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্মীবৃন্দরা। অনুষ্ঠান শেষে ডঃ বিদ্যুৎ কুমার ঘোষ জানান ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করেছি সেই দিনের পর থেকে সপ্তাহ খানিক জুড়ে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তারমধ্যে প্রথমেই আমরা থ্যালাসেমিয়া নিয়ে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য শহরের বুকে পদযাত্রার করা হয়েছে। দ্বিতীয়ত মানুষকে আরো বেশি থ্যালাসেমিয়া সম্বন্ধে অ্যাওয়ারনেস করার জন্য শহরের বুকে আমাদের থ্যালাসেমিয়ার ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে। আজ অর্থাৎ ১০ই মে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি একটাই উদ্দেশ্য থ্যালাসিমিয়া রোগীদের রক্তের সাহায্য করা। আগামীকাল শনিবার থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে। থ্যালাসেমিয়া রোগটিকে নির্মূল করা সম্ভব যদি ছেলে ও মেয়ে উভয় বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বিবাহ করে।