গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৯ পিএম, ৮ মে ২০১৯ বুধবার
মালদা
গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । সংকটজনক অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। আক্রান্ত গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসকেরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা মোথাবাড়ি থানার কুটুমন্ডলটোলা গ্রামে। ঘটনায় আক্রান্ত গৃহবধূর মা অপর্ণা পাত্র সাহা শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে মালদা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শ্বশুরবাড়ির লোক জনেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম সূর্যতপা সাহা মন্ডল (২৬) । তার বাড়ি শিলিগুড়িতে দু’বছর আগে মোথাবাড়ি এলাকার পঞ্চম মন্ডলের সঙ্গে বিয়ে হয় আক্রান্ত ওই মহিলার। তাদের ছয় মাসের একটি পুত্র সন্তান রয়েছে । মঙ্গলবার রাতে ওই গৃহবধূর স্বামীর এক কাঠা জায়গা দখল করাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরই শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে রান্না ঘরে হাত-পা বেঁধে মুখে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ ।আর তাতেই জখম হন ওই গৃহবধূ । পরে পাড়া-প্রতিবেশীরা ওই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
জখম গৃহবধূর মা অপর্ণা পাত্র সাহা পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তার জামাই পঞ্চম মন্ডলের এক কাঠা জায়গা রয়েছে। পৈত্রিক সম্পত্তি হিসেবে সেই জায়গাটি পেয়েছিল। কিন্তু সেই জায়গাটি শ্বশুরবাড়ির লোকেরা জোর করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে ।জামাই তার নিজের জায়গায় নতুন করে বাড়ি তৈরি করছিলেন। তাতে বাধা দেয় অভিযুক্তরা। প্রতিবাদ করাতে ওরা আমার মেয়েকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টা করেছে।পুরো বিষয়টি নিয়ে মালদা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে মালদা মোথাবাড়ি থানার পুলিশ।