শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে ফনা দেখিয়ে বেরিয়ে আসে গোখরো সাপ

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

চাঁচল:

সাপের ভয়ে আতঙ্কছ ড়িয়েছে চাঁচল থানার মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধঞ্জনা গ্রামে। মাসে মাসে গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে আসে গোখরো। সোমবার সকালে এলাকার হারিয়ান মোড়ের সংলগ্ন রহিম আলীর পোল্ট্রি খামারের পাশে পরে থাকা সিমেন্টের খুটির ভেতর থেকে ফনা তুলে বেরিয়ে আসে বিষধর গোখরো। স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের চোখে পড়লে হইচই শুরু হয়।

জমায়েত হন গ্রামের মানুষ। খামারের মালিক জানান

প্রায় দুই মাস আগে দুটি সাপ দেখা দিয়েছিল এখানে। আজ আবারও একটি ভয়ঙ্কর রুপে দেখা দিল।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে এখানে এক ব্যক্তি সাপের ব্যবসা করত। বিভিন্ন এলাকা থেকে সাপ ধরে আনত। এবং নিজ গৃহ মাটির কলসি তে ভরে রাখতো। একদিন হঠাৎ কোনো কারনে কলসীতে ঢাকনা না দেওয়ার সমস্ত সাপের ছানা গ্রামে ছড়িয়ে যায়। এই ছানা থেকেই এখন বড় হয়ে এলাকায় ঘুরছে গোরখো বলে জানান গ্রামবাসী।

সাপটি উদ্ধারের সময় মারা গেছে বলে জানা গেছে ।