দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান সিবির
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০২ এএম, ৬ মে ২০১৯ সোমবার
দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান সিবির।
দুঃস্থ মানুষের সহায়তায় অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের মত মহৎ কাজে এগিয়ে এলেন তরুণেরা | মালদা চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর -২ ব্লকের বারোদুয়ারিতে এক বেসরকারি ধর্মশালায় রবিবার দুস্থদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় |পাশাপাশি ,চাঁচল ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে সংস্থার তরুণেরা রক্তদান করেন |হরিশ্চন্দ্রপুর রুটি ব্যাঙ্ক ও বারোদুয়ারি মাড়োয়ারি যুব মঞ্চ ওই উদ্যোগ নেয় | জানা গেছে , হরিশ্চন্দ্রপুর -১ ও ২ ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত এলাকার মানুষেরা শিবিরে আসেন | তাঁরা শিবিরে চিকিৎসকের কাছে চোখ ও দাঁতে পরীক্ষা করান | যুব মঞ্চের সভাপতি সুমিত জিন্দল বলেন , " দুস্থ মানুষের সেবার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে |হরিশ্চন্দ্রপুর -১ ও ২ ব্লক এলাকার মানুষেরা শিবিরে আসছেন | " হরিশ্চন্দ্রপুর রুটি ব্যাঙ্কের অন্যতম কর্ণধার তনুজ জৈন বলেন , " দুস্থ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচী নেওয়া হয়েছে | পাশাপাশি রক্ত সংকট মেটাতে তরুণেরা রক্তদান করছেন | এলাকায় যথেষ্ট সাড়া পড়েছে | আগামীতেও এই ধরনের কর্মসূচী নেওয়া হবে