হবিবপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল অমল কিস্কুর
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

মালদা
হবিবপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু। এই মর্মে সোমবার পুরাতন মালদার সেতু মোড় থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান প্রার্থী অমল কিস্কু ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভাপতি দুলাল সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এরপর সেখান থেকে প্রার্থী তৃণমূল কংগ্রেস নেতাদের সাথে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থী অমল কিস্কু জানান, জেতার ব্যাপারে তিনি ১০০% আসাবাদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আজ শামিল গোটা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে হবিবপুর বিধানসভার মানুষজন উপনির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।