শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকদের নিগ্রহের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল

শীষ মর্তুজা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১২ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

চাকুলিয়া,

গত ১৮ ই এপ্রিল দ্বিতীয় দফার ভোটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে নিগ্রিহীত হন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সহ সভাপতি তথা আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক ও সমাজসেবী মেহদী হেদায়েতুল্লা ও উত্তর বঙ্গ সংবাদ পত্রের সাংবাদিক মঞ্জুর আলম।মেহদী হেদায়েতুল্লা দুষ্কৃতকারীদের হাতে নিগ্রিহীত হন ইসলামপুর ব্লকের অন্তর্গত আগডিম্ঠি পাটাগড়া বালিকা বিদ্যালয়ে। ঐ দিনই মঞ্জুর আলম দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হন চোপড়ায়। মঞ্জুর আলমকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলে ও মেহদী হেদায়েতুল্লাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার পাঁজরের দুটি হড়ে চিড় ধরায় তাকে চার দিন ঐ হাসপাতালে ভর্তি থাকতে হয়। ইসলামপুর থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ করা সত্বেও দুষ্কৃতকারীদের এখন ও পর্যন্ত গ্রেফতার না করায় আজ ইসলামপুর নাগরিক সমাজের পক্ষ থেকে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল বের করা হয় ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে। সন্ধ্যা ৬টার সময় মিছিল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে ইসলামপুর বাজার পরিক্রমা করে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মণ্ডল এর বাংলোতে। তিনি উপস্থিত না থাকায় তারা করনিকের হাতে স্বারক লিপি জমা দিয়ে মিছিল আবার ফিরে আসে ইসলামপুর বাসস্ট্যান্ডে। সেখানে বক্তব্য রাখার পর আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়। এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলে অংশ গ্রহণ করেন ইসলামপুর মহকুমার সাংবাদিক, সমাজসেবী, প্রতিবন্ধী ও সুশীল সমাজের মানুষ।তাদের দাবী ছিল সাংবাদিকদের নিগ্রহকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।