ভোট প্রচার শেষে মালদাবাসীকে শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার
মালদা
ভোট প্রচারের শেষ মুহূর্তে মালদা শহরে তৃণমূল কংগ্রেসের মিছিল। মিছিলে নেতৃত্ব দিলেন রাজ্যের পরিবহন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পামেলালেন ইংরেজবাজারের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ,ইংরেজবাজার পৌরসভার উপ-পৌরপিতা দুলাল সরকার, প্রাক্তন মন্ত্রী ও মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি, কাউন্সিলর শুভময় বসু, কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ স্থানীয় নেতৃত্ব। শহরের আই টি আই মোড় থেকে বিকেল সাড়ে তিনটার সময় এই মিছিল শুরু হয় গোটা শহর পরিক্রমা করে বিকেল সাড়ে চারটার সময় মিছিল শেষ হয় মালদা শহরের নেতাজি মূর্তি প্রাঙ্গণে। এই দিনের মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে হাঁটেন। মিছিল শেষে রাজ্যের পরিবহনমন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী জেলা বাসীর উদ্দেশ্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে তৃণমূলের হাত শক্ত করতে আগামী ২৩ এপ্রিল সকাল সকাল জোড়া ফুলে ভোট দিন. আমরা মালদা জেলার মানুষের কাছে বেশিদিন সময় চাইছি না মাত্র ২ বছর ২০২১ সাল পর্যন্ত। আমরা জেতার পর যদি দুই বছরের মধ্যে মালদা ইংরেজবাজার শহরকে স্মার্ট সিটি, গ্রীন সিটি, মডেল সিটিতে পরিনত না করতে পারি, তাহলে ২০২১ সালে বিধানসভার ভোট চাইতে আসবো না।