মৌ পালকদের কর্মশালা গোবরডাঙ্গায
মৃণাল বিশ্বাস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪১ এএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার
রাজ্যের বিভিন্ন জেলার মৌমাছি পালকেরা মৌমাছি চাষ এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সারাদিনের এই কর্মশালাতে আলোচনা করেন l
মৌ পালক বিনয় বর্মন জানালেন কৃষির সাথে মৌমাছি পালন নিবিড় ভাবে জড়িয়ে আছে,রাজ্যের কৃষি বিভাগ এ বিষয়ে উদাসীন l
৭ জনের সংসার চলে মধু বিক্রি করে, সরকার সাহায্য করলে বাজার থেকে সুদে টাকা নিতে হয় না. জানালেন মৌ পালক শ্যামল পাল l
আহ্বায়ক দীপক দা বলেন মাত্র ৫%মধু রপ্তানি করে ভারত, সেখানে চিন80%অথচ প্রচুর সম্ভাবনা রয়েছে এই চাষের l
ডক্টর অনুপম পাল নতুন করে প্রশিক্ষনের কথা বলেন l
W. B Bee keepers associeation এর উদ্যোগ ও জরুরী l
আয়োজক ছিলেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদ, উত্তর ২৪ পরগনা l