করনদিঘীতে নাগরদোলা বিভ্রাটে জখম সাওযারী
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
উত্তর দিনাজপুর জেলার করণ দীঘির কণ্য রাজার মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত কয়েকজন। জানা যায় করণ দীঘির গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কণ্য রাজা মেলা শুরু হয়। দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভায় ভোটগ্রহণ ছিল জন্য গত 18 419 রায়গঞ্জ লোকসভা ভোট প্রক্রিয়া শেষ হলে, করণদিঘি তে শুরু হয় কণ্য রাজা মেলা। মেলা চলাকালীন গতকাল রাত্রিতে চোর কি ও নাগরদোলা থেকে কিছু লোক নাগরদোলা ও চোরকী ভেঙে পড়ে যায়। আহত হয় বেশ কয়েকজন তড়িঘড়ি তাদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রায়গঞ্জ গভারমেন্ট অফ মেডিকেল কলেজে হাসপাতলে স্থানান্তর করা হয়। কিভাবে নাগরদোলা থেকে ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ মেলায় এই দুর্ঘটনা কে ঘিরে আতঙ্ক রয়েছে করণদিঘি মেলায় আসা বিভিন্ন দোকান পাটের মালিক সহ অন্যান্যরা। তারি সাথে মেলা দেখতে আসা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।