মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গত পাঁচ বছরে সেনা শহীদ হয়েছেন অনেক বেশি কটাক্ষ বিজেপিকে দীপক দেব

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২০ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

মালদা


গত ৫ বছরে বিজেপির শাসন কালে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন। গত পাঁচ বছরে কাশ্মীরের মানুষ সব থেকে বেশি হাতে অস্ত্র তুলে নিয়ে জঙ্গি হয়েছেন। গত পাঁচ বছরে কোন উন্নয়নই দেখেনি এদেশের মানুষ। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এর সমর্থনে বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাবেই কেন্দ্রীয় সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন দীপক অধিকারী তথা বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব। উল্লেখ্য বুধবার উত্তর মালদা কেন্দ্রে্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এর সমর্থনে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচন্ডী জিএসবি হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব, তৃণমূল নেতা তথা গায়ক ইন্দ্রনীল সেন, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌগত সরকার সহ অন্যান্যরা। এদিন এই নির্বাচনী জনসভায় কয়েক হাজার তৃণমূল কর্মী এবং দেব প্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেব জানান, গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান আমরা দেখেছি। কিন্তু ভারতবর্ষের 15 টি দূষিত শহরের মধ্যে 14 টি আমাদের দেশে আছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার কোন উন্নয়ন করেনি। আমাদের পশ্চিমবঙ্গের সরকার তথা তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন বাংলার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প রয়েছে। গত পাঁচ বছরে সব থেকে বেশি কৃষকরা আত্মহত্যা করেছে। গত 5 বছরে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন। তাই এই বিজেপি সরকার আর নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লি গড়ার ডাক দেন দেব।