হনুমান জয়ন্তী উপলক্ষে শহরে কলস যাত্রা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
মালদা
হনুমান জয়ন্তী উপলক্ষে মালদা শহরে কলস যাত্রা পরিক্রমা করে। বুধবার সকালে মালদা শহরের বালুরচর এলাকায় মহাবীর মন্দির থেকে সুসজ্জিত এই কলস যাত্রা শুরু হয়। সারা শহর পরিক্রমা করে কলস যাত্রা শেষ হয় মন্দির প্রাঙ্গণে। হাজারো পুণ্যার্থী এই যাত্রায় অংশগ্রহণ করেন। শতাধিক মহিলা নতুন বস্ত্র পরিধান করে মাথায় মাটির কলসি নিয়ে এই কলস যাত্রায় অংশ নেন। বাদ্যযন্ত্রের সহযোগে ভক্তি সংগীত পরিবেশন করেন ভক্তরা। ঘোড়া গাড়ীতে চেপে রাম,লক্ষণ, সীতা ও হনুমান সেজে শিশুরা এই যাত্রায় অংশ নেয়।হনুমানের ছবি নিয়ে ভক্তরা সারা শহর পরিক্রমা করে। হনুমান জয়ন্তী উপলক্ষে আগামী কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মহাবীর মন্দিরে। মন্দিরের সেবায়েত পন্ডিত গজানন্দ মিশ্র জানিয়েছেন, হনুমান জয়ন্তি উপলক্ষে বুধবার সকাল ৮ টা নাগাদ, একটি শোভাযাত্রা বেড়ায়। সারা শহর পরিক্রমা করে আবার মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। বুধবার সন্ধ্যায় হনুমান মূর্তির অভিষেক করা হয়। বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে রামায়ন পাঠ করা হবে। শুক্রবার হনুমান জয়ন্তীর দিন প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন্দির প্রাঙ্গণে হনুমান জয়ন্তী উপলক্ষে।