রায়গঞ্জে বর্ষবরণ
শঙ্কর গুপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার
" মানুষ ভজলে সোনার মানুষ হবি " এই স্লোগানকে সামনে রেখে আজ ১ লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করল। এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে রায়গঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন রায়গঞ্জের সংস্কৃতিপ্রেমী কয়েক হাজার মানুষ।
রায়গঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানাতে আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা। ষোলোআনা বাঙালিয়ানা সাজে কঁচিকাঁচাদের যেমন ভীড় ছিল তেমনই শোভাযাত্রায় ভীড় ছিল নবীন প্রজন্ম থেকে প্রবীনদের। বর্নাঢ্য এই মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে বাংলার সংস্কৃতি ও বারোমাসের তের পার্বনকে। সুসজ্জিত বর্নময় শোভাযাত্রা রায়গঞ্জ শহরের গার্লস স্কুল বিবেকানন্দ মোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে মোহনবাটীর সুপার মার্কেটে শেষ হয়।