মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হচ্ছে রামনবমী,

পল মৈত্র

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৮ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

দক্ষিণ দিনাজপুরঃ 


সারা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হচ্ছে রামনবমী। শোভাযাত্রা বের হয় দক্ষিণ দিনাজপুরের দুই মহকুমা সহ সদর জেলা বালুরঘাটে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামনবমী উদযাপন করা হয়। বুনিয়াদপুর পীড়তলা এলাকা থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সহস্র অধিক মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। সমস্ত হিন্দু ধর্মের মানুষ পুরোপুরি অরাজনৈতিকভাবে এই বিশাল শোভাযাত্রায় পা মেলান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল তত্‍পর। মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। মিছিলে কোনও অস্ত্র দেখা যায়নি।
 এদিন দেখা গেল সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীর মিছিল। জানা গেছে, গত বছর থেকে রাজ্য জুড়ে রাম নবমী পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই মতে রাম নবমীর সকালে রাজনৈতিক লড়াই ভুলে দক্ষিন দিনাজপুর জেলার রাস্তা জুড়ে দেখা গেল সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীর  বর্ণাঢ্য শোভাযাত্রা৷ এই শোভাযাত্রায় মহিলা, পুরুষ থেকে শুরু করে সামিল হয় কচিকাঁচারাও৷ জানা গেছে, রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে গত কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি৷ এদিনের শোভাযাত্রা জেলার বুনিয়াদপুরের সারদা শিশু তীর্থ বিদ্যাপীঠ থেকে বের হয়ে পুরো শহর পরিক্রমা করে।  জানা গেছে, সারা বুনিয়াদপুর জুড়ে রাস্তাঘাট থেকে শুরু প্রায় সবকিছুই শুধুই গেরুয়া পতাকার মিছিলের ভীড়ে আচ্ছাদিত ছিল৷ রামনবমী উপলক্ষে বিভিন্ন সুসজ্বিত ট্যাবলো সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ এদিন প্রথমে রামচন্দ্রের পূজো করে এক বিশাল শোভাযাত্রা করা হয় যা শহর পরিক্রমা করে। চৈত্রের প্রখর কড়া রোদ কে উপেক্ষা করে এদিন সকল শ্রেণীর, সকল বয়সীর মানুষ রাম নবমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। সবার মুখে মুখে একটাই ধ্বনী জয় শ্রী রাম, জয় শ্রী রাম। যেখানে সকল ধর্মের মানুষের পাশাপাশি সকল রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা এই শোভাযাত্রায় পা মেলান। এদিন কুলাসহ মহিলাদের বাহিনী, সাধুদের বাহিনী, কীর্তনীয়া দল, বনবাসী নৃত্য দল, বাইক বাহিনী, ঢাকের দল, এবং শেষে রাম নাম গানের ডিজেতে রাম ভক্তদের নিত্য ছিল অকল্পনীয়। জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে উঠে সারা শহরের ভূমি।