সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত ১

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ভারত- বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত হলেন এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালিয়াচকের চকমাইলপুর শ্মশানি ভারত বাংলাদেশ সীমান্তে। অভিযোগ চকমিরপুর সীমান্তপথে ফেনসিডিল পাচারের সময় বিএসএফ গুলি করে ওই পাচারকারীকে। ঘটনাটি জানতে পেরে পাচারকারীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিএসএফ জানিয়েছে, মৃত পাচারকারীর নাম হারুন মিয়া (২২)। তার বাড়ি চকমাইলপুরের বামুনপাড়া গ্রামে। বিএসএফের অভিযোগ বৃহস্পতিবার রাতে হারুন সহ কয়েকজন হাঁসুয়া সহ অস্ত্রশস্ত্র নিয়ে টহলরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে। সে সময় আত্মরক্ষার্থে বিএসএফের জওয়ানরা পিএজি গান থেকে গুলি ছোড়ে তাতেই ওই পাচারকারী মৃত্যু হয়েছে বলে জানান।