শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্প্রীতির অনন্য নজির বয়রা কালী মন্দিরের পুজোয় মাতলো কালিয়াগঞ্জ

বেদশ্রুতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩০ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

আজ কালিয়াগঞ্জের বয়রাকালী মন্দিরে অষ্টধাতুর দেবীমূর্তির বাৎসরিক পুজোয় মাতলো কালিয়াগঞ্জ বাসী। এই পুজো দুই কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যেই জনপ্রিয় নয়, পাশাপাশি মুসলিমরাও এই পুজোয় মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন। দর্শনার্থীদের উৎসাহে মন্দিরে আজ সাজো সাজো রব, বয়রা মা সমগ্র উত্তর দিনাজপুরেই খুব জাগ্রত বলে মানা হয়। কথিত আছে, ব্রিটিশ শাসনকালে কালিয়াগঞ্জ থানার আইসি নাজমুল হক স্বপ্নাদেশ পাবার ফলে এই মন্দির নির্মাণ করেন, এর আগে বহুকাল পূর্বেই বয়রা গাছের নিচে ডাকাতেরা এই কালীপুজো শুরু করেন। এজন্যই এই মন্দিরের পাশেই নাজমু নাট্য মন্দিরও গড়ে উঠেছে। কালীপুজোর রাতে প্রথা মেনে মন্দিরে পুজো এবং বলি হলেও প্রতি বছর ৭ই এপ্রিল মন্দিরের অষ্টধাতুর মূর্তিপুজোর আয়োজন করা হয়, এই অষ্টধাতুর মূর্তিটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বলা হয়, বয়রা কালীমাতা অত্যন্ত জাগ্রত, এজন্য দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এদিনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। পুজো অর্চনা হোমযজ্ঞে আজ মুখরিত ছিল মন্দির চত্বর, ডিজিটাল আলোর প্রাচুর্যে ও ফুলের সমারোহে মাতৃবন্দনায় মেতেছেন কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসী।