সরকারি অফিসের দেওয়ালে বিজেপি ব্যানার চাঞ্চল্য মালদায়
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
মালদায় সরকারি অফিসের দেয়ালে বিজেপির ব্যানার আটকানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে ।
শনিবার শহরবাসীর নজরে পরে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নির্বাচনী ব্যানার। ছবিতে দেখা যায় দেশের প্রধানমন্ত্রীর সাথে প্রার্থীর ছবি। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। নির্দেশ অনুসারে সরকারি জায়গায় নির্বাচনী ব্যানার পোস্টার থাকবে না। কিন্তু মালদা শহরের হেড পোস্ট অফিসের দেয়ালে আটকানো প্রার্থীর ব্যানার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে জেলা জুরে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সরকারি জায়গায় ব্যানার পোস্টার না আটকানোর নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। সরকারী দেয়ালে আটকানো হচ্ছে বিজেপির পোস্টার ব্যানার। ‘বিজ্ঞাপন মারিবেন না’ এই স্টিকার থাকা সত্ত্বেও কিভাবে বিজেপির পক্ষ থেকে সেই ব্যানার সরকারি দেয়াল আটকানো হল তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার জানিয়েছেন, কোন এক রাজনৈতিক দলের ব্যানার লাগানো হয়েছে অফিসের দেয়ালে। তিনি আরো বলেন বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি দেখে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনায় কোনো মন্তব্য করতে চাইনি বিজেপি নেতৃত্ব।