মালদার জেলাশাসক ও পুলিশ সুপারকে সরানোর দাবি কংগ্রেসের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
মালদা জেলার জেলাশাসক ও মালদা জেলা পুলিশ সুপারকে সরানোর দাবি তুললো মালদা জেলা কংগ্রেস। শুক্রবার দুপুরে মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে- জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য ও মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের বিরুদ্ধে সরাসরি দ্বিচারিতার অভিযোগ তুলে জেলা কংগ্রেস সভাপতি মুস্তাক আলম।অভিযোগ জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য নাকি উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের যত সেলপ,হেল্প গ্রুপ আছে সরকারি আধিকারিকদের দিয়ে প্রভাবিত করছে ও ভয় দেখানো হচ্ছে তৃণমূলকে ভোট না দিলে গ্রুপ ভেঙে দিবে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে,আরও বলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য মালদায় আসার পর থেকেই চারা ঘাছ প্লান্টেশনের মোটা টাকার দুর্নীতি করেন। একি রকম অভিযোগ তুললেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের উপর তিনি নাকি জেলার প্রতিটি ব্লকে এবং থানাতে কংগ্রেস কর্মীদেরকে ১০৭ ধারায় কেস করা হচ্ছে কিন্তু কোটে এ গিয়ে কিছু পাচ্ছে না,বলেন অথচ তৃণমূলের একাধিক মার্ডার করা ক্রিমিনালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের ধরছে না । এরা দ্বিচারিতা করছে শাসক দলের হয়ে কাজ করছে এদেরকে সরানো হোক এই দাবি নিয়ে চিফ ইলেকশন কমিশনার ও দলের রাজ্য নেতার কাছে অভিযোগ জানান আরো দাবি রাখেন ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেনসিটিভ বুথ গুলোতে রুট মার্চ করানো হোক।