সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ০৩:১৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে মালদা শহরের যদুপুর বড়ো সাঁকো এলাকায়।স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, আহত ওই ব্যক্তির নাম সঞ্জয় শর্মা(৩৫)।তার হেফাজত থেকে একটি রেলের টিকিট উদ্ধার হয়েছে।আসামের গুয়াহাটি থেকে বারসই যাওয়ার টিকিট।অনুমান করা হচ্ছে গুয়াহাটির বাসিন্দা ওই ব্যক্তি।স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন ওই ব্যক্তি এলাকার শিশুদের চকলেট দিচ্ছিলো।তা দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর।তারপরই ছেলেধরা সন্দেহে চলতে থাকে কিল-চোর-ঘুষি।মারধরে গুরুতর আহত হয় ওই ব্যক্তি।অধিকে ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।