সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুরগির ছানা নিয়ে মানবাধিকার নজির গড়ল মিজোরামের ডেরে্ক

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ওয়ার্ড অফ আ্যাপ্রিশিয়েশন মানবিকতার নাজির নিয়ে নেটের দুনিয়ায় ভাইরাল হয়েছে

ওয়ার্ড অফ আ্যাপ্রিশিয়েশন মানবিকতার নাজির নিয়ে নেটের দুনিয়ায় ভাইরাল হয়েছে

প্রতিবেশীর এক মুরগির ছানা কোনো কারনবসত একটি সাইকেলের চাকার তলে পড়ে ভীষণ ভাবে আহত হয়।ওই আহত মুরগির ছানাটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসে ডেরেক নামক একটি শিশু হাতে ১০ টাকার নোট নিয়ে।তার একটাই আর্জি যেন মুরগির ছানাটি প্রান ফিরে পায়।এই ছোট্ট শিশুটির মানবাধিকার খবর শুনে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শিশু ডেরেক।

২৪ ঘন্টা ঘুরতে না ঘুরতেই মিজোরামের সাইরাংয়ের বাসিন্দা ডেরেক সি লাল ছানহিমাকে পুরস্কৃত করল তার স্কুল এবং একটি শংসাপত্র তুলে দেন এই শংসাপত্রে লেখা আছে "ওয়ার্ড অফ আ্যাপ্রিশিয়েশন"।এই ডেরেকের এক হাতে মুরগির ছানাটি ও অন্য হাতে ১০ টাকার একটি নোট যা সারা বিশ্ববাসীর কাছে মানবিকতার নাজির নিয়ে নেটের দুনিয়ায় ভাইরাল হয়েছে।