শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাজদা

বেদশ্রুতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৪ এএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বাস্তুহারা আমি তোমার দরগায় এসেছি খোয়াজা,

দাবানলে পুড়ে গেছে জীবনের যত স্মরণিকা,

যুগ যুগ ধরে সঞ্চিত স্মৃতির পলির ভিড়ে-

গন্তব্যহীন নৌকো নিয়ে পাড়ি দিতে দিতে,

একসময় সামনে দেখি খোলা তোমার দরজা।

তোমার সজদায় কেন যেন ঝুঁকে গেল সর...

সামনে দেখলাম বিবাদ কোথায়, এক তো খোদা ও ঈশ্বর।

আস্তে আস্তে তাপ নেমে গেল আমার সকল দুখের বাকল থেকে,

শত জোনাক পোকার আলো উঠলো জ্বলে মনকেমনের আগল ভেঙে।

বুঝলাম কেন সজদায় নত হয় মাথা, কেন উপশম হয় বিষভরা শ্বাস,

মলম তুমি সকল ব্যারামের, 

হে দয়াময়, তুমি ই জন্নতের আশ্বাস।