শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

মোথাবাড়িতে বিষাক্ত সর্পাঘাতে মৃত্যু গৃহবধূর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার | আপডেট: ০৮:০৬ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর । ঘটনাটি ঘটেছে বুধবার মোথাবাড়ি থানার আকন্দবাড়িয়া গ্রামের দিয়ারা চড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম প্রতিমা মন্ডল (৪০)।  তার স্বামী শিবা মন্ডল  জানিয়েছেন প্রতিদিনের মতো এদিন গঙ্গা নদীর চরে ছাগলের খাবার হিসাবে ঘাস কাটতে গিয়েছিলেন তার স্ত্রী।  কিন্তু  নদীর চরে  ঘাস কাটার সময় একটি বিষধর সাপ প্রতিমার বাম পায়ে কামড় দেয়। এরপর সে বাড়িতে এসে সাপে কামড়ানোর কথা জানায়। তড়িঘড়ি তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই গৃহবধূরকে মৃত বলে ঘোষণা করে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।