মৃত স্বর্ণশিল্পী পরিবারের পাশে বঙ্গীয় স্বর্ণ শিল্পী
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
মালদা —
মৃত স্বর্ণশিল্পীর অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি।
রবিবার মালদা শহরের ফুলবাড়ি এলাকায় স্বর্ণ ভবনে তারা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মৃত স্বর্ণশিল্পী নীলোৎপল দাসের স্ত্রীর হাতে একটি জীবন বীমার সার্টিফিকেট তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য সদস্যরা।
এই ঘটনায় সম্পাদক উজ্জ্বল সরকার জানিয়েছেন, গত কয়েকদিন আগে এক স্বর্ণশিল্পীর অকালপ্রয়াণ হয়। তার স্ত্রী ছাড়া পরিবারে ৫ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য তারা একটি মানবিক সিদ্ধান্ত নেন। তারা অর্থ সংগ্রহ করে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে এককালীন একটি জীবন বীমা তৈরি করেন ওই শিশুটির নামে। রবিবার মৃত স্বর্ণশিল্পী নীলোৎপল দাস এর স্ত্রী মাম্পি দাস এর হাতে জীবন বীমার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
জীবন বীমার সার্টিফিকেট পেয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের ধন্যবাদ জানান মাম্পি দাস।