ছাত্রী জখম, ইসলামপুরে উত্তেজনা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
ইসলামপুর ৩১ মার্চ :
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক গোয়ালপোখরের নন্দঝাড় হাই স্কুলে ছাত্রদের খেলাকে কেন্দ্র করে অপর এক ছাত্রী জখম হওয়ার ঘটনায় ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। জখম ছাত্রীর পক্ষের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা শনিবার সদল বলে স্কুলে ঢুকে পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধোর সহ জুতো পেটা করা হলেও পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে তীব্র আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তার অভাব বোধ করায় আগামী সোমবার থেকে স্কুলে সুস্থ পরিবেশ না ফেরা পর্যন্ত ও নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত স্কুল বয়কটের ডাক দিয়েছেন। উল্লেখ্য, গতকাল শুক্রবার স্কুলে ছাত্ররা খেলার সময় তাঁদের হাত থেকে ব্যাট ছুটে গিয়ে এক ছাত্রীর মাথায় লেগে গুরুতর জখম হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। যদিও ওই ছাত্রীকে মারধোর করা হয়েছে বলে দাবী ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের। তবে পুলিশের উপস্থিতিতে স্কুলে প্রায় দেড় ঘন্টা ধরে তান্ডব চললেও পুলিশের নির্বিকার থাকা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে।